প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচরে গ্রেনেড হামলায় নিহত কুদ্দুস পাটোয়ারীর স্মরণে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা চলাকালীন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ২১ আগস্ট বিকেল সাড়ে ৫টার সময় কুদ্দুছ পাটওয়ারীর কবরের পাশে আলোচনা সভা মঞ্চের ঠিক বিপরীত রাস্তায় হঠাৎ একটি পক্ষ সভা বানচাল করার জন্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু করে। এ দৃশ্য স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরাসরি প্রত্যক্ষ করেন।
তাৎক্ষণিক হাইমচর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে হট্টগোলকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হয়ে আসলে ২১ আগস্ট শোক দিবস উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা সুন্দরভাবে শেষ হয়।
হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এক পক্ষ এ ঘটনা ঘটায় বলে জানা যায়। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ বিশৃঙ্খলার জন্যে দলে অনুপ্রবেশকারীদের দায়ী করে বক্তব্য রাখেন।