বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়া আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে আদালতে তলব
গোলাম মোস্তফা ॥

আদালতের আদেশ অমান্য করায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আদালত তলব করেছে। উপজেলার কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাদেরকে আদালতে তলব করা হয়।

বাদীরা এজাহার সূত্রে জানা যায়, কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত নির্দেশ এবং একই বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের দলীয় প্যাডে স্বাক্ষরিত নির্দেশ অমান্য করে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইউব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। শুধু তাই নয়, উল্লেখিত দু’জন সাংগঠনিক এই নির্দেশ উপেক্ষা করে কচুয়া উপজেলার ১নং সাচার, ৩নং বিতারা ও ১২নং আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করে তা ঘোষণা করেন। একইভাবে সংগঠনের গঠনতন্ত্রকে উপেক্ষা করে দলের দুঃসময়ের নেতাদের তারা বহিষ্কার করেন। এ সবসহ আরো অন্যান্য অভিযোগ এনে কচুয়া উপজেলার ১, ৩ ও ১২নং ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ২০১৯ সালের ২৪ নভেম্বর কচুয়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং-২৫৮/১৯।

এ মামলার প্রেক্ষিতে একই মাসের অর্থাৎ ২০১৯ সালের ২৮ নভেম্বর আদালত দেওয়ানী কার্যবিধি আইনের ৩৯ আদেশের এক রুলের বিধানমতে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সকল সাংগঠনিক কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

এ আদেশের বিরুদ্ধে বিবাদীরা জেলা ও দায়রা জজ আদালতে সিভিল রিভিশন নং-২০২০ দায়ের করলে বিজ্ঞ আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন।

এরপরও আদালতের আদেশ অমান্য করে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইউব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় ভুক্তভোগীগণ আদালতের নির্দেশ অমান্য করার বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে অবহিত করেন।

বিজ্ঞ আদালত বিষয়টি অবহিত হয়ে সংশ্লিষ্ট বিবাদীদের আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়