প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নূরুল ইসলাম বেপারী নামে (৬০) এক বৃদ্ধকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ২০ আগস্ট শুক্রবার সকালে তাকে আটকের পর দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। ঘটনাটি গত ১৭ আগস্ট দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের বেপারী বাড়িতে ঘটে। বর্তমানে প্রতিবন্ধী কিশোরী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ১৯ আগস্ট বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগে জানা যায়, ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় কিশোরীটিকে একা পেয়ে একই বাড়ির চাচা সম্পর্কের নূরুল ইসলাম বেপারী জোরপূর্বক নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবন্ধী কিশোরীটি ধর্ষণের কথা তার মাকে জানালে তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীটি কিছুটা সুস্থ হলে বৃহষ্পতিবার রাতে তার মা ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে শুক্রবার সকালে থানা পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নূরুল ইসলাম বেপারীকে আটক করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।