বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০

দক্ষিণ হামানকর্দিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ হামানকর্দিতে মুক্তা (২৬) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্যে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

এই গ্রামের মৃত রফিক গাজীর মেয়ে মুক্তা আক্তার প্রায় ৬ বছর পূর্বে একই উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেববাজার সংলগ্ন হাজরা গ্রামের ফরাজি বাড়ির শাহাবুদ্দিন মিন্টুর সাথে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর হতে শাহাবুদ্দিন মিন্টু স্ত্রীকে ৪ লাখ যৌতুকের জন্যে চাপ প্রয়োগ করে। মুক্তা তার পরিবার এতো টাকা দিতে পারবে না বলে জানায়। এ নিয়ে মুক্তার সাথে তার স্বামীর প্রায় ঝগড়া হতো এবং মুক্তাকে মারধর করতো।

নিহত মুক্তার ভাই নাছির গাজী জানায়, গত ১২ আগস্ট মুক্তার সাথে তার স্বামীর যৌতুকের টাকা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মুক্তার স্বামী মুক্তাকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্যে গত ১৮ আগস্ট ঢাকায় রেফার করলে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। মুক্তা মারা যাওয়ার সংবাদে তার স্বামী পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মুক্তার ভাই নাছির গাজী বাদী হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

আসামীরা হচ্ছে নিহতের স্বামী শাহাবুদ্দিন মিন্টু, তার ভগ্নিপতি মোঃ জসিম গাজী, দেবর ফারুক ও মিন্টুর বোন পারভীন বেগম।

উল্লেখ্য, ঘাতক শাহাবুদ্দিন মিন্টু চাঁদপুর পৌরসভায় চাকুরি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়