বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০

২১ আগস্ট রাজনীতির ইতিহাসের আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়
কামরুজ্জামান টুটুল ॥

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হামলায় শহীদদের স্মরণে শনিবার হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, ২১ আগস্ট রাজনীতির ইতিহাসের আরেকটি রক্তাক্ত ও কলঙ্কিত অধ্যায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে যেভাবে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগ ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা করা হয়েছিল, ঠিক ২১ আগস্টেও একই উদ্দেশ্য ছিলো খুনি চক্রের। যা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে নৃশংস ও নিকৃষ্টতম অধ্যায়। ওইদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে যান।

তিনি আরো বলেন, দলীয় নেতা-কর্মীদের আরো সতর্ক ও সচেতন এবং দায়িত্বশীল হতে হবে। কারণ, মুখোশধারীরা দলের পদ-পদবী ব্যবহার করে দলকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ খুঁজবে। তাই সবাইকে গঠনতন্ত্র অনুসারে এবং শৃঙ্খলা মেনে সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী হলে বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী হবে, আর নেত্রীর হাত শক্তিশালী হলেই বাংলাদেশ শক্তিশালী হবে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়ার সভাপ্রধানে ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় শোক সভায় নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকা-ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নিহত বেগম আইভী রহমানসহ ২৪ জন শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম মুফতি মোঃ এনামুল হক নাসিরাবাদী।

বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় শোক সভায় আরো বক্তব্য রাখেন কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনির, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উন্নয়ন সমন্বয়ক কমিটির আহ্বায়ক রোটাঃ এস.এম. মানিক।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ সদর ইউনিয়ন (পূর্ব) যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ আবু জাফর মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব খোকন বিএসসি, নূরুল আমিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়