বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বি-সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া। এতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হয়েছেন আলহাজ্ব মির্জা গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জহির হোসেন টিপু।

পৌর জাতীয় পার্টির সভাপতি হয়েছেন মোরশিদুল আলম, সাধারণ সম্পাদক মির্জা খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়াজী। আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলা ও পৌর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির অনুমোদন গ্রহণের নির্দেশনা দেন প্রধান অতিথি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

এর আগে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, উপদেষ্টা ও লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌঃ শওকত আলমগীর আখন্দ, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল লতিফ শেখ।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রাদেশিক বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৫ আসনে দলীয় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ খোরশেদ আলম খুশু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মির্জা গিয়াস উদ্দিনের সভাপ্রধানে এবং যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন মিয়াজী ও সদস্য সচিব মোহাম্মদ হোসেনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবদুল লতিফ, মোঃ শরিফ হাওলাদার, ডাঃ মোঃ সাইফুল ইসলাম ও মোঃ আবদুল ছাত্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শরীফ হাওলাদার। পরে হুসাইন মোহাম্মদ এরশাদসহ উপজেলা, পৌর ও ইউনিয়নসহ ওয়ার্ড জাতীয় পার্টির প্রয়াত সকল নেতা-কর্মী স্মরণে শোক প্রস্তাব পাঠ ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ হাজীগঞ্জ বাজারে মিছিল করেন। মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হেয় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের অংশ প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে এসে শেষ হয়। এ সময় কয়েকশ’ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়