বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

আজ এলজিইডি সচিব ও কজন উচ্চপদস্থ কর্মকর্তা চাঁদপুর আসছেন
অনলাইন ডেস্ক

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, চাঁদপুর পৌরসভা ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আজ ৪ নভেম্বর চাঁদপুর পৌরসভায় প্রকল্প পরিদর্শনে আসছেন মুহাম্মদ ইব্রাহীম, সচিব, স্থানীয় সরকার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্টীফান লিলার, আবাসিক প্রতিনিধি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী, বাংলাদেশ এবং মোঃ মাসুম পাটোয়ারী যুগ্মণ্ডসচিব স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প। তাঁরা চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল আরসিসি রাস্তা উদ্বোধন করবেন মেঘনা নদীরপাড় টিলাবাড়ি থেকে যমুনা রোড পর্যন্ত। পরবতী সময়ে তাঁরা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়কৃত কাজ মাঠপর্যায়ে পরিদর্শন করার পর শহরের স্বর্ণখোলায় নির্মিতব্য হাউজিং কমপ্লেক্স উদ্বোধন করবেন। এরপর সার্কিট হাউসে চাঁদপুর পৌরসভার উদ্যোগে সংক্ষিপ্ত গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।

সচিবসহ অন্য কর্মকর্তাগণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প কর্তৃক দরিদ্র বসতিতে জলবায়ু সহনশীল ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন যেমন ড্রেন, ড্রেন স্লাব ও রাস্তা নির্মাণ, নলকূপ স্থাপন, স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ, পৌরসভার নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দিয়ে কাজের অংশীদারিত্ব প্রতিষ্ঠা নিশ্চিতকরণ, দরিদ্র জনগোষ্ঠীর জন্যে স্বল্প ব্যয়ে আবাসন নির্মাণ, ক্ষুদ্র ব্যবসা সহায়তা প্রদান, শিক্ষা ও পুষ্টি সহায়তা এবং দক্ষতামূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, নারী নেতৃত্বে তৈরী কমিউনিটি বেজ্ডৃ কর্মণ্ডপরিকল্পনা, পৌরসভার সুশাসন, কমিউনিটি পরিচালিত সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, গর্ভবতী নারী ও প্রসূতি মায়ের পুষ্টিসেবা প্রদান কাজসমূহ পরিদর্শন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়