বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তোলা হবে
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শাহরাস্তি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে যুবকদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। আমাদের দেশের মূলশক্তি যুবসমাজ। যুবসমাজকে প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। আগ্রহীদের প্রতিষ্ঠান গড়ে তুলতে সহযোগিতা করা হবে। যুবকদের মধ্যে উন্নত মন-মানসিকতা তৈরি করতে হবে। যুবকদের মাঝে আরো কয়েক গুণ সুযোগ-সুবিধা বাড়াতে হবে, তাহলে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

তিনি বলেন, যুবসমাজের উপর রাষ্ট্র নির্ভর করে। তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা এ বিষয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেবো। আমাদের যুবরাই বৈদেশিক মুদ্রা অর্জন করার ফলে আমাদের অর্থনীতি সচল রয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এটিএম তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড. এম. আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আমীন, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন প্রমুখ। সভাশেষে যুবকদের হাতে চেক ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়