প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৯:৩৭
ফরিদগঞ্জে ভালো কাজের বিরল সঞ্চার

ফরিদগঞ্জে রমজান উপলক্ষে ভালো কাজের বিরল সঞ্চার ঘটে চলছে, যেটি নেতিবাচক অনেক খবরের মাঝে সত্যিই আশা জাগানিয়া। ফরিদগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক প্রবীর চক্রবর্তী বারবার চাঁদপুর কণ্ঠে তুলে ধরছেন এমন খবর। তিনি গতকাল পরিবেশিত খবরে লিখেছেন, রমজানের প্রাক্কাল কিংবা শুরু থেকেই অসাধু ব্যবসায়ীরা নিজেদের আখের গোছাচ্ছে তথা বাড়তি লাভের আশায় পণ্যমূল্য কৌশলে বাড়িয়ে বিক্রি করছেন। কেউ সরবরাহ ঘাটতি দেখাচ্ছে, কেউ নিত্য পণ্যের সাথে অন্য পণ্য কিনা বাধ্যতামূলক করে দিচ্ছে। বড়ো বড়ো ব্যবসায়ীরা অবিবেচকের মতো এসব কাজ করে গেলেও ব্যতিক্রম হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফরিদগঞ্জের চরকুমিরা গ্রামের শাহআলম এবার বিনা লাভে ৮টি ইফতারি পণ্য এবং ভাটিয়ালপুর চৌরাস্তার পুরাণবাড়ি যুবসমাজের উদ্যোগে স্থানীয় একটি দোকানে ১০টি ইফতারি পণ্য এক টাকা লাভে বিক্রি শুরু করে শবেবরাতের রাত থেকে। এবার নূতন করে পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে ইফতার, সাহরির খাবার তৈরির কাজে ব্যবহৃত চাল, ডাল, তেলসহ সকল সামগ্রী এক টাকা লাভে বিক্রি শুরু করেছেন ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যাণ্ড এলাকার ব্যবসায়ী মো. সালাউদ্দিন।
রোববার (২ মার্চ ২০২৫) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থিত সালাউদ্দিনের আলী আজগর ভ্যারাইটজ স্টোরে এক টাকা লাভে এই বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম। এ সময় পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী উপস্থিত ছিলেন। ব্যবসায়ী মো. সালাউদ্দিন জানান, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এই রমজান উপলক্ষে আরব বিশ্ব এমনকি অনেক অমুসলিম দেশেও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমিয়ে দেয়া হয়। কিন্তু আমাদের দেশে তার উল্টো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এক টাকা লাভে রমজানের প্রয়োজনীয় সকল সামগ্রী বিক্রি করবো। রোজাদাররা যাতে ন্যায্যমূল্যে ইফতার ও সাহরির নিত্যপণ্য তথা তাদের প্রয়োজনীয় সামগ্রী নিতে পারেন সেজন্যে রমজানের প্রথম দিন থেকেই এই ব্যবস্থা চালু করেছি।
ফরিদগঞ্জের সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন বলেন, সালাউদ্দিনের মতো সকল ব্যবসায়ী রমজান মাসে মানবিক হলে মানুষ অনেক উপকৃত হবে। তাকে ধন্যবাদ এবং অন্যরা তাকে দেখে এগিয়ে আসুক। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সালাউদ্দিনের মতো যাতে অন্যরাও পবিত্র এই মাসের উসিলায় এগিয়ে আসেন এবং মহান আল্লাহ তাদের সেই তৌফিক দান করেন সেই কামনা করছি।
ফরিদগঞ্জে রমজান উপলক্ষে এক টাকা লাভে নির্দিষ্ট কিছু পণ্য বিক্রির প্রথম উদ্যোক্তা চরকুমিরা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শাহআলম। এজন্যে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কর্তৃক পুরস্কৃত হন। এতে উৎসাহিত হয়ে এবার তিনি বিনা লাভে আটটি ইফতারি পণ্য বিক্রি করছেন। গণমাধ্যমের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে তাঁর রমজানকেন্দ্রিক রোজাদারবান্ধব ভালো কাজটির আশাব্যঞ্জক সঞ্চার ঘটেছে। তাঁকে অনুসরণ করেই ভাটিয়ালপুর চৌরাস্তার একটি দেকানে এক টাকা লাভে ১০টি ইফতারি পণ্য বিক্রি হচ্ছে। উল্লেখিত দুটি স্থানের দেখাদেখি ফরিদগঞ্জ উপজেলা সদরের প্রাণকেন্দ্রে সালাউদ্দিন নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী একটু বেশিই এগিয়ে এসেছেন রোজাদার ভোক্তাদের কল্যাণে। তিনি শুধু ইফতারি পণ্য নয়, সাহরির পণ্যও এক টাকা লাভে বিক্রি শুরু করেছেন ১ রমজান থেকে। ফরিদগঞ্জে ভালো কাজের এমন বিরল সঞ্চারে কে না অভিভূত! আমরা রমজান শেষে ফরিদগঞ্জের রোজাদারবান্ধব এই ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করার অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে বেসরকারিভাবে আগ্রহী যে কেউ এগিয়ে আসলে সেটা অনেক প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে বলে আমরা বিশ্বাস করি।