প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২০:৫৫
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ ২০২৫) এই ইফতার মাহফিলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আব্দুল হান্নান প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত অতিরিক্ত ডিআইজি (পিবিআই) এসএম মোস্তাইন হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ মাস্টার, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহছান হাবীব, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ, আইনজীবী, রাজনীতিবিদসহ অতিথিবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির জয়েন্ট সেক্রেটারি অ্যাড. আতিকুর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অ্যাড. শাহাদাত সরকার শাওন , চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. সানজিদ সানিসহ কার্যকরী কমিটির সদস্যরা।