প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৯:৪৪
দেশে প্রথমবারের মতো ‘কৃষক দিবস’ পালিত

দেশে প্রথমবারের মতো ‘কৃষক দিবস ২০২৫’ পালিত হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিবসটি উদ্যাপন করে। এর ধারাবাহিকতায় ২০২৬ সালেও দিবসটি পালন করবে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানের কৃষি অফিস। দিবসটি পালনে নিয়মিত কৃষকরা উপকৃত হবেন বলে খামার বাড়ি সংশ্লিষ্টরা মনে করছেন।
বাকৃবি সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)-এর উদ্যোগে অনুষ্ঠানের সূচনা হয় বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন কৃষক, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা হয়।
‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
সভায় বাউএকের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন বাউএকের কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় ছয়জন কৃষক-কৃষাণীকে বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
উপাচার্য ড. একে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় বাকৃবির সব শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং সর্বোপরি এদেশের প্রতিটি কৃষক-কৃষাণী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জাতীয় পর্যায়ে দেশের কৃষকদের গুরুত্ব এবং মর্যাদা অধিকতরভাবে ফুটিয়ে তুলতে বাকৃবি প্রশাসন এখন থেকে প্রতিবছর কৃষক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।