বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২১:১৩

হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে : শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার
সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে : শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন
হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে এলাকা পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও চাঁদপুর জেলার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও চাঁদপুর জেলার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, গত পরশু রাতে হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৩নংওয়ার্ডে অবস্থিত কেভিএন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ীদের ২৫টি দোকান পুড়ে যায়। এই ২৫টি দোকানের সাথে প্রতিটি পরিবারের রুটি রুজির সম্পর্ক রয়েছে। অগ্নিকাণ্ডে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাই অসহায় পরিবারদের প্রতি সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। যাতে তারা পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দেয়ার অনুরোধ জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ এবং মানবতা নিয়ে কাজ করে। তারা করোনাকালীন দুঃসময়ে তাদের সাধ্য অনুযায়ী মানবতার পাশে ছিলো, ভবিষ্যতেও তারা সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে সাধ্যানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো, সরকারি সহায়তার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং এলাকার বিত্তশালী সকলে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়াতে পারলে অতি অল্প সময়ের ব্যবধানে তারা ঘুরে দাঁড়াতে পারবে। সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে। তারা আমাদের ভাই, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

সরজমিনে ভুক্তভোগী এবং এলাকাবাসীর কাছে জানা গেলো, ফায়ার সার্ভিসের যান্ত্রিক ত্রুটি এবং বিদ্যুৎ অফিসের অবহেলায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখার জন্যে অনুরোধ জানান এই নেতা।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুব ইমরান মাসুম, সহ-প্রচার সম্পাদক এইচ এম নিজাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসেন, হাইমচর উপজেলা সভাপতি ডাক্তার মো. শফিউল্লাহ, সেক্রেটারি ফখরুল আলম শিমুল, মো. রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়