বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২১:১৯

নাশকতার দুই মামলায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী মাঝি ও ছেলে রাকিব মাঝি কারাগারে

স্টাফ রিপোর্টার
নাশকতার দুই মামলায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী মাঝি ও  ছেলে রাকিব মাঝি কারাগারে

চাঁদপুর সদর মডেল থানার নাশকতার দুই মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি এবং তার বড়ো ছেলে রাকিব মাঝিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৫ মার্চ ২০২৫) তাদেরকে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রাথমিক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলেকে মঙ্গলবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করে। তারা কাতার যেতে চেয়েছিল বলে জানা যায়। ওইদিন ঢাকা থেকে রাত তিনটার সময় তাদেরকে চাঁদপুর মডেল থানায় আনা হয়। পরে এসআই মকবুল হোসেন থানার পৃথক দুটি মামলার একটি জেলা বিএনপির সভাপতির বাসভবন ও অপরটি বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করেন। বুধবার (৫ জানুয়ারি ২০২৫) দুপুরের পর মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলেকে আদালতে তোলা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া জানান, যুবলীগের এই নেতা ও তার ছেলেকে চাঁদপুর সদর মডেল থানার পৃথক দুটি মামলার আসামী দেখানো হয়েছে। উভয়কে ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়