বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২০:৫৮

ম্যাপের আয়োজনে চাঁদপুরে সমন্বয় সভা ও ইফতার

মাদক বাল্যবিবাহ নারী নির্যাতন ও সন্ত্রাসকে আমাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে : চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া

স্টাফ রিপোর্টার
মাদক বাল্যবিবাহ নারী নির্যাতন ও সন্ত্রাসকে আমাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে : চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া
চাঁদপুরে ম্যাপের আয়োজনে সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

ম্যাপের আয়োজনে চাঁদপুরে সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, প্রশাসন, পুলিশ, সাংবাদিক, সমাজের প্রতিনিধি, ইমাম, যুব সংগঠন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক কর্মকাণ্ড নিয়ে কাজ করে থাকে এই সংগঠনটি। এ জন্যে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।

ম্যাপ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান।

ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. আব্দুস সালাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড অফিসার মো. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, ম্যাপের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষকদলের সভাপতি ও ম্যাপের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম সদস্য সচিব সামাউল হাসান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আফসার উদ্দিন মিয়াজী, সদর থানা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় পার্টির সদস্য মো. পলাশ, জেলা ছাত্রসমাজের সভাপতি শরীফ পাটওয়ারী, ম্যাপের দপ্তর সম্পাদক নাহিদা সুলতানা সেতু, জেলা মহিলা দলের নেত্রী অ্যাড. রেহেনা ইয়াসমিন কচি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের, রাকিব ভূঁইয়া, সাকিবুল ইসলাম, পৌর মহিলা দলের সহ-সভাপতি ফারজানা রোজি, সদর থানা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মামুন, তারুণ্যের অগ্রদূতের সাধারণ সম্পাদক তাহসিনুর রহমান বুননসহ অন্যরা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের এফসিডিও -এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বি-স্পেস প্রকল্প এই আলোচনা সভায় সহায়তা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়