বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ২০:৪৮

লায়ন্স ও লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে 'রহমতের ইফতার'

অনলাইন ডেস্ক
লায়ন্স ও লিও ক্লাব অব চাঁদপুরের উদ্যোগে 'রহমতের ইফতার'

পবিত্র মাহে রমজান উপলক্ষে লায়ন্স ও লিও ক্লাব অব চাঁদপুর, ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৩, বাংলাদেশ-এর উদ্যোগে মাসব্যাপী রোজাদার পথচারীদের জন্যে বিনামূল্যে ইফতার বিতরণের আয়োজন করা হয়েছে। ‘রহমতের ইফতার’ নামক এই মহতি কর্মসূচির মূল লক্ষ্য হলো রোজাদারদের জন্যে ভালোবাসার উপহার প্রদান করা এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়া। রমজান মাসজুড়ে চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করা হবে, যাতে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষেরা উপকৃত হতে পারেন। লায়ন্স ও লিও ক্লাব অব চাঁদপুর বিশ্বাস করে, এই উদ্যোগ শুধু ইফতার বিতরণেই নয়, বরং এটি মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের এক সুন্দর প্রকাশ।

উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন ওয়ায়েছ মোহাম্মদ জয়ের তত্ত্বাবধানে এবং লিও ক্লাব প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাইমা জুহানি ও প্রোগ্রাম চেয়ারম্যান সাইফুল ইসলাম লিখনসহ ক্লাবের সকল লিওর সার্বিক সহযোগিতায় এই ইফতার প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিদিন ইফতার বিতরণ করছেন এবং রোজাদারদের সেবায় নিয়োজিত থাকছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়