বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

শাহরাস্তি প্রেসক্লাবের উন্নয়ন সভা
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তি প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শাহরাস্তি প্রেসক্লাবের উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে সকল নেতা ও কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফারুক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন ও দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ হাসানুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী ও শাহআলম ভূঁইয়া। উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, রাফিউল হাসান হামজা, আবু মুছা আল সিহাব, মোঃ আহসান হাবীব, মোঃ ফয়সাল আহমেদ প্রমুখ।

সভায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল প্রেসক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকল গণমাধ্যমকর্মী এক হয়ে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অপসাংবাদিকতা থেকে মুক্ত থাকার জন্যে সবার প্রতি আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়