বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

পালবাজারে ছাদ ধসে ২ ক্রেতা আহত
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর শহরের পালবাজারের মাছবাজারের ছাদ ধসে পড়ে ২ক্রেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন : মোঃ রসূল আমিন (৩০) ও কুদ্দুস বেপারী (৬০)। আহতদের মধ্যে রসূল আমিনের মাথায় ৬টি সেলাই লেগেছে ও কুদ্দুস বেপারীর হাতে পায়ে আঘাত লেগেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ নভেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এ কারণে পালবাজারের মাছ বাজারে মাছ কিনতে যান। তিনি মাছ দোকানিদের রাখা মাছ দেখে পছন্দ করে তা দামাদামি করছিলেন। এমন সময় হঠাৎ করে ছাদ ভেঙ্গে মাথার উপর পড়ে মাথা ফেটে যায়। লোকজন ধরাধরি করে তাৎক্ষণিক ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্মরত চিকিৎসকের নির্দেশে রসুল আমিনের মাথায় ৬টি সেলাই দেয়া হয়। অন্য আহত আরেক ক্রেতা হাত-পায়ে আঘাত পান। এ ঘটনা তাৎক্ষণিকভাবে পুরো বাজার এলাকায় ছড়িয়ে পড়লে আহতদের দেখতে অনেক দোকানি হাসপাতালে যান।

এ ব্যাপারে পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন পাটওয়ারী জানান, মাছ বাজার পালবাজার ব্যবসায়ী কমিটির এখতিয়ারে নেই। এই বাজারের আলাদা টেন্ডার হয়। এটা পৌরসভার বিষয়, এটা মেয়রের বিষয়।

এদিকে জরাজীর্ণ পালবাজারের মাছবাজারের উপরের ছাদের অবস্থা নাজুক। প্রায়ই ছাদ ধসে পড়ে কেউ না কেউ আহত হয়।

বিক্রেতারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমরা মাছ বিক্রি করি। যে কোনো সময় ছাদ ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অচিরেই স্থাপনা ভেঙ্গে নতুন ভবন করার জোর দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়