বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

স্টেডিয়ামমুখী ছিলো জনস্রোত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার উন্নয়ন সমাবেশ চাঁদপুর স্টেডিয়ামে। চাঁদপুর সদর, পৌর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হয়েছে এই উন্নয়ন সমাবেশ। ২০২১ থেকে ২০২৩ এই তিন বছরে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় সরকারের বাস্তবায়িত এবং চলমান ৯৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই সমাবেশ। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় এই উন্নয়ন সমাবেশ।

বিকেল পৌনে তিনটায় প্রধান অতিথি সমাবেশস্থলে চলে আসেন। তখন মঞ্চের সামনে প্যান্ডেলে আড়াই হাজার চেয়ার পরিপূর্ণ ছিল। বেলা তিনটার পর থেকে একের পর এক মিছিল আসতে থাকে। মিছিলের গন্তব্য স্টেডিয়াম। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, পৌরসভার ১৫টি ওয়ার্ড এবং হাইমচর উপজেলার দলীয় নেতা-কর্মীদের মিছিলের পর মিছিল আসতে থাকে স্টেডিয়ামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে আসে সমাবেশস্থলে। এক পর্যায়ে পুরো শহর মিছিলের শহরে পরিণত হয়। স্টেডিয়াম অভিমুখে ছিলো জনস্রোত। বিকেল সাড়ে চারটার পরও মিছিল আসতে থাকে স্টেডিয়ামে। হাজার হাজার জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। নেতা-কর্মীরা ‘চাঁদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি, দীপু মনির ঘাঁটি, শেখ হাসিনার সরকার বারবার দরকার, উন্নয়নের সরকার বারবার দরকার’ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর এবং চাঁদপুর স্টেডিয়াম। এমন একটি স্বতঃস্ফূর্ত সমাবেশে নেতা-কর্মী ও সমর্থকরা উজ্জীবিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়