বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে বিজিবি ও আনসার ব্যাটালিয়নের টহল ॥ আটক ২ আহত ৪
কামরুজ্জামান টুটুল ॥

বিএনপিসহ শরীক দলের ডাকা টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে হাজীগঞ্জে এক প্লাটুন বিজিবি নেমেছে। এদিন দুপুরের কিছু আগে থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে সড়কগুলোতে টহল দেয়া শুরু হয়। বেলচোঁবাজারে আওয়ামী লীগ ও অবরোধকারীদের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের ৪ জন আহত হয়েছেন। আর এখান থেকে একজনকে আটক করেছে পুলিশ। বাকিলা বাজারে ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টাকালে একজনকে আটক করে পুুলিশ। এর আগে সকালে কচুয়া সড়কের মকিমাবাদ সর্দার বাড়ির সামনে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আওয়ামী লীগ শান্তি মিছিল করেছে হাজীগঞ্জ বাজারে। এ দিনের বিক্ষিপ্ত ঘটনায় নতুন আরেকটি মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, অবরোধে জেলার মধ্যে প্রথম হাজীগঞ্জে বিজিবি টহল দিতে শুরু করে। সব মিলিয়ে হাজীগঞ্জে এক প্লাটুন বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও পুলিশ টহল দিতে দেখা গেছে। অবরোধের মধ্যে বিজিবি ও আসনার ব্যাটালিয়ন পরিচালনা করছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এছাড়া হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ সার্বক্ষণিক সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে দিনের শুরুতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে অবরোধকারীদের সাথে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আওয়ামী লীগের ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন : ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহসান হাবীব, আলাউদ্দিন মজুমদার খোকন, যুবদল নেতা মাসুম গাজী ও ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ শরীফ। এ সময় পুলিশ একজনকে আটক করে।

একই দিন দুপুরের কিছু পরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা পশ্চিম বাজারে ইউনিয়ন পরিষদের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করাকালে পুলিশি বাধায় তা প- হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে মাহবুবে এলাহী নামের এক অবরোধকারীকে আটক করে।

সকাল ১০টার দিকে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড এলাকায় সড়কে অবরোধের চেষ্টা করে অবরোধকারীরা। খবর পেয়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, এদিনের ঘটনায় বেলচোঁ বাজার থেকে ও বাকিলা বাজার থেকে ১ জন করে মোট দুই অবরোধকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবরোধ চলাকালে হাজীগঞ্জে বিজিবি দায়িত্ব পালন করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়