বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০

শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লীগে উপলতা স্পোর্টিং ক্লাব ফাইনালে
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তি প্রিমিয়ার টি-২০ ক্রিকেট লীগে উপলতা স্পোর্টিং ক্লাব ফাইনালে উন্নীত হয়েছে। সোমবার উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলায় শাহরাস্তি ইলেভেন স্টার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে এবং পরে উপলতা স্পোর্টিং ক্লাব ১৯ ওভারে ২০৫ রান করে লক্ষ্যে পৌঁছে যায়। এতে উপলতা স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়। খেলায় বিজয়ী দলের নাজমুল ৬৪ রান নিয়ে ম্যান অব দি ম্যাচ বিবেচিত হন। খেলা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ধারাভাষ্যকার কুমার কল্যাণের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান মনির, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য মুজিবুল হক রাসেল, ডাঃ আশরাফুজ্জামান শোভন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া ও টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়