প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়ায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাস্তায় জড়ো হয়ে নাশকতার পরিকল্পনার দায়ে তাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো : গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান (৫৬), উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান (২৬), বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান (৫০) ও খলাগাঁও গ্রামের বিএনপি নেতা মনির হোসেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শনিবার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কচুয়ায় নাশকতার ঘটনার চেষ্টার দায়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।