প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরে সদ্য যোগদানকৃত পিএসআইদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সোমবার (৩০ অক্টোবর) পুলিশ অফিসের সম্মেলন কক্ষে বিপিএ সারদা রাজশাহী হতে ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে সদ্য যোগদানকৃত ১০ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই)-এর সাথে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
পুলিশ সুপার নবাগত পিএসআইদের করণীয়-বর্জনীয়, জেলা পুলিশের কার্যক্রম, স্মার্ট পুলিশিংয়ের ধারণাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভার শুরুতে ১০ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই)কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মনিরুল ইসলামসহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।