প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০
চলন্ত প্রাইভেট কারের সামনের চাকা বার্স্ট হয়ে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আগত সিএনজিচালিত অটোরিকশাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি অটোরিকশার চালক রুহুল আমিন (৫০)। এ ঘটনায় অপর আহতরা হলেন সিএনজির যাত্রী শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নের ধোপাল্লা গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে ফেরদৌসি আক্তার (১৬) ও মোঃ কামাল হোসেনের মেয়ে আনিকা আক্তার। নিহত চালক একই এলাকার শেখ বাড়ির মৃত সেরাজুল হকের ছেলে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মোঃ মনিরুজ্জামান মনির বলেন, কুমিল্লামুখী প্রাইভেটকারটির চাকা পাংচার হয়ে চাঁদপুরমুখী সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান এবং ২ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সিএনজি চালক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হওয়ায় ফেরদৌসি আক্তরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত যাত্রী আনিকা আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ সড়ক থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে এবং হাসপাতাল থেকে নিহত চালকের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে থানা হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা বলেন, হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে এবং গুরুতর আহত একজনকে রেফার ও অন্যজনকে চিকিৎসা দেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আনা হয়েছে।