প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০
সারাদেশে বিএনপির ডাকা হরতালে চাঁদপুর শহরের বাবুরহাটে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ২৯ অক্টোবর রোববার সকালে বাবুরহাট এলাকায় হরতালের পক্ষে বিএনপি মিছিল করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। অপরদিকে হরতালের বিপক্ষে আওয়ামী লীগ সড়কে অবস্থান নিয়ে মিছিল করলে বাবুরহাট মতলব রোডের মাথায় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় এবং উভয় দলের দায়িত্বশীল নেতা-কর্মীদের হস্তক্ষেপের কারণে বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে এর কিছুক্ষণ পর বাবুরহাট বাজারের ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মী ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আওয়ামী লীগের ৩ নেতা আহত হন। এতে পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন শেখ, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সরকার ও কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম গাজী গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয়রা আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।