প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০
কচুয়ায় ড্রেজার দিয়ে মাটি ভরাটে বাধা প্রদান করায় পূর্ব শত্রুতার জের ধরে নৌকার মাঝি রফিক সিকাদারকে গুলি করে হত্যার হুমকি প্রদান করেন এক ঠিকাদার। এ বিষয়ে গত শুক্রবার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া সিকদার বাড়ির মৃত রুস্তম আলীর ছেলে ভুক্তভোগী রফিক সিকদার। অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া থানার পার্শ¦বর্তী উপজেলা হাজীগঞ্জের মকিমাবাদ গ্রামের মৃত আঃ রশিদের ছেলে ঠিকাদার আহসান হাবীব অরুণ কচুয়া থানার মালচোয়া এলাকায় সুন্দরী খালের উপর ব্রিজ নির্মাণ কাজ কন্ট্রাক্ট পেয়ে নির্মাণ কাজ করেন। ব্রিজের কাজ চলমান থাকায় এবং সেখানে কোনো প্রকার সাঁকো না থাকায় বাদী নৌকা দিয়ে সুন্দরী খালের এ পাশ থেকে ওপাশে মানুষ পারাপার করে জীবিকা নির্বাহ করেন। বিবাদী অরুণ ব্রিজের পাইলিংয়ের কাজ শেষে ব্রিজের গোড়ায় মাটি ভরাট করার জন্যে বাদী রফিক সিকদারের জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি আনার চেষ্টা করলে রফিক সিকদারসহ এলাকার অন্যান্য লোকজন বিবাদীকে বাধা প্রদান করে। এস্টিমেট অনুযায়ী মাটি আলাদা ধরা থাকলেও ঠিকাদার অবৈধভাবে ব্রিজ সংলগ্ন জায়গা থেকে ড্রেজার দিয়ে মাটি তোলার চেষ্টা করেন। এলাকার লোকজন সামাজিকভাবে তাকে বাধা প্রদানের কারণে তিনি ড্রেজার দিয়ে মাটি কাটার কাজ থেকে বিরত থাকেন।
স্থানীয়রা জানায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় রফিক সিকদার নৌকা নিয়ে ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান করাকালীন সময় বিবাদী তার প্রাইভেটকার যোগে ব্রিজের উত্তর পাশে আসেন। এ সময় বিবাদী আহসান হাবিব অরুণ রফিক সিকদারের দিকে অস্ত্র তাক করে তাকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করেন এবং এই খালে পুনরায় নৌকা চালালে তাকে গুলি করে খুন-জখম করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। এ সময় স্থানীয় মোঃ আলমগীর হোসেন বাধা প্রদান করলে বিবাদী তার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শাহজালাল মেম্বার জানান, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। তবে রফিক সিকদারের সাথে ঠিকাদার অরুণের ড্রেজার দিয়ে মাটি ভরাট শত্রুতার জের ধরে গত ২৬ অক্টোবর ঠিকাদার অরুণ রফিক সিকদাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে--বিষয়টি এলাকায় এসে শুনেছি।
ঠিকাদার আহসান হাবিব অরুণ জানান, রফিক সিকদারকে আমি ভালো করে চিনিও না এবং তার সাথে আমার ওইদিন দেখাও হয়নি। আমি সাইটে গিয়ে দেখি আমার অনেক মালামাল চুরি হয়েছে। তারপর পুনরায় আমি হাজীগঞ্জে চলে আসি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম খলিল জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।