বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০০:০০

শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লীগে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ফাইনালে উন্নীত
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তি প্রিমিয়ার ক্রিকেট লীগে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ফাইনালে উন্নীত হয়েছে। শনিবার উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৯ রান করে এবং পরে ভড়ুয়া ফাস্ট বিডি মোবাইল ২০ ওভারে ১৫১ রান করতে সমর্থ হয়। এতে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ৪৮ রানে জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়। খেলায় বিজয়ী দলের নাজমুল ১০ বলে ২৮ রান ও ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। টি স্পোর্টসের চুক্তিভিত্তিক ধারাভাষ্যকার মোঃ শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এসএ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, সূচিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার হাসান মাহমুদ ও টুর্নামেন্টের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু। এ সময় উপস্থিত ছিলেন সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম অপু, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ, স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু তাহের জনি প্রমুখ।

খেলা পরিচালনা করেন সিলেট ক্রীড়া সংস্থার প্যানেল আম্পায়ার নূরুল ইসলাম ও লক্ষ্মীপুর ক্রীড়া সংস্থার আম্পায়ার আবদুল মোতালেব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়