প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ফেনীর সাথে ড্র করে শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে চাঁদপুর জেলা ফুটবল দল। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২৮ অক্টোবর শনিবার দুপুরে চাঁদপুরের দলটি খেলতে নামে টুর্নামেন্টের শক্তিশালী ফেনী জেলার সাথে। খেলার প্রথমার্ধে চাঁদপুরের সোহেল রানার গোলে চাঁদপুর ১-০ গোলে এগিয়ে যায়। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা শুরু করে। খেলার শেষ সময়ে কিছুক্ষণ আগে চাঁদপুরের জালে ফেনীর দলের খেলোয়াড়রা গোল করেন। রেফারীর শেষ বাঁশি বাজা পর্যন্ত ১-১ গোলে খেলা সমতায় শেষ হয়। আর এতেই ভাগ্য খুলে যায় কোয়াটার ফাইনালে খেলার চাঁদপুরের।
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চাঁদপুরের দলটি ২৬ অক্টোবর কক্সবাজারের সাথে খেলে ১-১ গোলে ড্র করে। দলটি আগামী ২ নভেম্বর কোয়ার্টার ফাইনালে একই ভেন্যুতে খেলতে নামবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, শনিবার আমরা শক্তিশালি ফেনী জেলার সাথে খেলেছি। আমরা সেই দলের সাথে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছি। আগামী ২ নভেম্বর কোয়ার্টার ফাইনালে আমাদের দলটি রাঙামাটির সাথে মুখোমুখি হবে। আশা করি রাঙ্গামাটিকে হারিয়ে আমরা সেমিফাইনালে খেলতে পারবো। আমরা যাতে সেমিফাইনালে উঠতে পারি এ জন্যে জেলাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
চাঁদপুর দলের খেলোয়াড় : রেহমান শাওন, জহির, সিমরান, ইয়াসিন, উদয়, ইয়াসিন গাজী, ওমর, রাহিম, সজিব, জাহিদ, সেলিম, প্রাপ্ত, তরিকুল, জাহিদুল , মারুফ। কোচ মহসিন পাটওয়ারী। টিম ম্যানেজার মনোয়ার চৌধুরী।