প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের ২ ও ৩নং ওয়ার্ডে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।
একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কিছু মাদক ব্যবসায়ী প্রতিদিন ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা বিক্রি করে। এরা দিন-রাত মাদক বিক্রিতে ব্যস্ত থাকে। মাদক বিক্রির বিষয়টি এলাকার সচেতন মহল জানলেও তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। এলাকার উঠতি বয়সী যুবকরা দিন দিন মাদকাসক্ত হয়ে পড়েছে। পশ্চিম সকদী গ্রামে বহুপূর্ব হতে মাদক বিক্রি হয়ে আসছে। প্রশাসন একাধিক মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে নিয়ে যায়। ৩ বা ৬ মাস পর জেল থেকে বের হয়ে পুনরায় তারা মাদক ব্যবসায়ে জড়িয়ে পড়ে।
একটি সূত্র জানায়, এলাকার ক’জন প্রভাবশালী এসব মাদক ব্যবসায়ীদেরকে অর্থ দিয়ে মাদক আনে। আবার সে মাদক তাদের মাধ্যমেই বিক্রি করে থাকে। এরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কাউকে তোয়াক্কা না করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মাদকের ভয়াল আকার ধারণ করেছে। আমাদের উঠতিবয়সী ছেলেরা মাদকে আসক্ত হয়ে গেছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।