প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বিশ্বের বুকে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা বঙ্গবন্ধুর অপরিসীম নেতৃত্বের কারণেই পেয়েছি। তিনি হচ্ছেন মহান স্বাধীনতার মহান স্থপতি। তিনি আমাদের জাতির পিতা ও স্বাধীনতার ঘোষক।
২৭ অক্টোবর শুক্রবার বিকোলে চাঁদপুর শহরের ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে মুজিব একটি জাতির রূপকার বায়োপিকের প্রদর্শনীর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নেতা নন, পুরো বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের নেতা ছিলেন। বিশ্বের শোষিত-বঞ্চিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের শিখরে নেয়ার পথেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। আজকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।