প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চলছে শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩। আজ শনিবার চাঁদপুর ২য় ম্যাচ খেলতে নামবে দুপুর ৩টায় ফেনী জেলা ফুটবল দলের সাথে। চাঁদপুর জেলা দল বৃহস্পতিবার একই ভেন্যুতে কক্সবাজারের সাথে ১-১ গোলে ড্র করে। চাঁদপুরের দলটি বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বলে দলটির কর্মকতারা জানিয়েছেন। আজ ফেনীর সাথে জিততে পারলেই দলটি কোয়াটার ফাইনালে উঠবে।
টুর্নামেন্টের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা। গত ১৮ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। টুর্নামেন্টে ৪টি গ্রুপে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দল অংশ নিয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, আমরা প্রথম ম্যাচটি কক্সবাজারের সাথে জয়লাভ করতাম। খেলার অতিরিক্ত সময়ে কক্সবাজার দলের পক্ষে গোল করে ১-১ সমতা আনে। তবে আমরা আশাবাদী আজ ফেনীর সাথে জয়লাভ করেই আমরা টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে উঠবো। আমরা যাতে টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে উঠতে পারি এজন্যে জেলাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
চাঁদপুর দলের খেলোয়াড় : রেহমান শাওন, জহির, সিমরান, ইয়াসিন, উদয়, ইয়াসিন গাজী, ওমর, রাহিম, সজিব, জাহিদ, সেলিম, প্রাপ্ত, তরিকুল, জাহিদুল, মারুফ। কোচ মহসিন পাটওয়ারী। টিম ম্যানেজার মনোয়ার চৌধুরী।