প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০
রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জেলার শ্রেষ্ঠ কৃষি অফিসার মনোনীত হয়েছেন। ১৯ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিনের স্বাক্ষরিত এক পত্রে তাকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়া হয়েছে।
কৃষিবিদ দিলরুবা খানম চাঁদপুর কণ্ঠকে বলেন, আমার এই অর্জনে মহান আল্লাহতায়ালার কাছে শোকরিয়া আদায় করছি। এ কৃতিত্ব আমার নয়, এটা এ উপজেলাবাসীর। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পেয়েছি। আমি সকলের দোয়া কামনা করছি।