বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০

সাবেক ফুটবল খেলোয়াড় হাবিবের অকাল মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ফুটবলার ও ওয়ার্কশপ ব্যবসায়ী, নিতাইগঞ্জের মরহুম আলহাজ মোস্তফা কামাল টুলু মিয়ার জ্যেষ্ঠপুত্র হাবিবুর রহমান হাবিবের অকাল মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট বৃহস্পতিবার বেলা একটায় তিনি স্ট্রোক করলে সাথে সাথে তাকে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মরহুমের ছোট ভাই মাহবুবুর রহমান মানিক জানান, সকালে তিনি ভালোই ছিলেন। বেলা বারোটার পর হঠাৎ তিনি স্ট্রোক করে ফ্লোরে পড়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে, ভাই-বোন, চাচা-চাচীসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে বালিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাবিবুর রহমান ফুটবল খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লোহারপুল সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিচালনা করতেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়