প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর নদীবন্দরের পুরাণবাজার এলাকায় ট্রলার ঘাটে মেঘনা নদীতে সৃষ্ট তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে যাত্রীবাহী দুটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার বেলা একটায় পশ্চিম বাজার মদিনা মসজিদ ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা লাফিয়ে তীরে উঠতে সক্ষম হলেও খোকা বেপারী (৫০) নামে এক যাত্রী আহত হন। ট্রলারে থাকা শরীয়তপুর মালের বাজারের ক’জন ব্যবসায়ীর খাদ্যসামগ্রী পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার রুহুল আমিন খান (৬০) চাঁদপুর কণ্ঠকে জানান, হঠাৎ নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট ঢেউ ঘাটে বাঁধা ট্রলারগুলোতে আঘাত হানে। এতে ট্রলারের রশি ছিঁড়ে একটা আরেকটার উপর উল্টে গিয়ে ডুবে যায়। পরে ডুবুরি এনে ট্রলার দুটি উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলার দুটি হচ্ছে মালের বাজারের ইয়াসিন মাঝি ও শেকা মাঝির।