বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০

সড়কের গর্তে বড় হচ্ছে ক্ষত
কামরুজ্জামান টুটুল ॥

ছোট গর্ত। মেরামত বা সংস্কার না করার কারণে দিন দিন বড় হচ্ছে। গত ৪/৫ দিন আগের চেয়ে ২ হাত বড় হয়েছে গর্তটি। স্থানীয়রা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই গর্তটি সংস্কার না করলে কয়েকদিনের মধ্যে তা নিচে নেমে যাবে।

সরজমিনে দেখা যায়, হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ বাজার অংশের হাজীগঞ্জ সেতুর উত্তর মাথা তথা ওভারব্রীজের দক্ষিণ পাশের আর সড়কের পশ্চিম পাশে এরকম (ছবি দেয়া) গর্ত হয়ে নিচ থেকে বালি সরে গেছে। ভারী বর্ষণ হলে তা হয়তো সড়কসহ নিচে নেমে যাবে।

ন্যূনতম স্বাক্ষরজ্ঞান সম্পন্ন সিএনজি অটোরিকশা চালক তাহের (৩৫) জানান, মানুষের শরীরের যে কোনো ধরনের ক্ষত সারাতে যেমনি এন্টিবায়োটিকের বিকল্প কিছুই, ঠিক তেমনি সড়কের ক্ষত সারাতে হলে মেরামত বা সংস্কারের বিকল্প কিছু নেই। এমনটাই বাস্তবতা। এন্টিবায়োটিক না খেলে যেমনি ক্ষত বড় হতেই থাকবে তেমনি সড়কের সংস্কার না করলে সেই ক্ষত বেড়েই যাবে।

আরেক চালক মিন্টু জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে ২/৪ টি ট্রিপ নিয়ে যাত্রী পরিবহন করছি। প্রথম দিকে গর্তটি চোখে পড়নি। এখন স্থানীয় গাছের ডাল ভেঙ্গে তা দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখনই মেরামত না করলে কয়েকদিনের মধ্যে বড় গর্তের সৃষ্টি হবে।

স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক এই মুহূর্তে গর্তটি মোরামত না করলে একটা সময় তা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

এ বিষয়ে হাজীগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আতাউর রহমান জানান, বিষয়টি আমি জানতাম। তবে এখনই আমি দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়