বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম সুযোগটুকু নেবো : শিক্ষা সচিব
অনলাইন ডেস্ক

করোনার কারণে প্রায় ১৮ মাস ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। দুই দফা ঘোষণা দিয়েও করোনার কারণে খোলা সম্ভব হয়নি। বুধবার (১৮ আগস্ট) সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কবে থেকে খুলে দেয়া হবে সুনিদিষ্ট তারিখ বলেনি।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কবে খুলে দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেছেন, সুনিদিষ্ট তারিখ বলেনি। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি রয়েছে। করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি যখনই অনুকূলে আসবে, প্রথম সেই সুযোগটুকু আমরা নেবো।’

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন্ স্তরকে অগ্রাধিকার দেয়া হবে জানতে চাইলে সচিব বলেন, ‘এগুলো এখনও চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই নিয়ন্ত্রণে আসবে তখন সরকারের গঠিত কারিগরি কমিটিসহ সংশ্লিষ্টদের নিয়ে বসে চূড়ান্ত করবো।’ সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়