প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচরে পানিতে ডুবে রিফাত হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চরভৈরবী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত হোসেন ওই গ্রামের মোঃ আলাউদ্দিন দেওয়ানের কনিষ্ঠ পুত্র।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ আগস্ট বুধবার বিকেল ৫টা থেকে রিফাত হোসেন নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৭টায় তাকে নিজ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে লোকজন। সাথে সাথে তাকে উদ্ধার করে গ্রাম্যচিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।