প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০
করোনা ভাইরাসের ঊর্ধ্বগতিতে চাঁদপুর জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিটের সঙ্কট দেখা দেয়। এ কারণে মতলব উত্তর, ফরিদগঞ্জ, কচুয়ায় এই পদ্ধতিতে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে আরো ৫ হাজার কিট এসেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ।
তিনি বলেন, জেলার অধিকাংশ উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হয়ে যাওয়ায় সাময়িক সঙ্কট ছিলো। বুধবার আমরা আরো ৫ হাজার কিট হাতে পেয়েছি। এগুলো দিয়ে উপজেলায় করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালিয়ে নেয়া হবে। তবে আরটিসি-পিসিআর ল্যাবের টেস্টের জন্যে নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে সারা জেলায়।
তিনি আরো বলেন, আরটি-পিসিআর টেস্টের জন্যও নমুনা বেশি হওয়ায় চাঁদপুরে প্রতিদিন শত শত নমুনা জমা পড়ছে। প্রতিদিন যতজনের নমুনা সংগ্রহ করা হয় তার অর্ধেকেরও পরীক্ষা শেষ করা সম্ভব হয় না কোনো কোনো দিন। গত কয়েক দিনের অতিরিক্ত নমুনা চট্টগ্রামস্থ ল্যাবে পাঠানো হবে। সম্প্রতি কয়েক দফা নোয়াখালী ও চট্টগ্রামে বাড়তি নমুনা পাঠানো হয়।
সিভিল সার্জন জানান, চাঁদপুর জেলায় এ পর্যন্ত র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্যে ১১হাজার ১১টি কিট এসেছিল। নতুন করে আরো ৫ হাজার পেলাম।