সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চতুরঙ্গের পঞ্চদশ জাতীয় ইলিশ উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ইলিশের বাড়ি চাঁদপুর নামে খ্যাত শহরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পঞ্চদশ জাতীয় ইলিশ উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপ্রধানে এবং মহাসচিব হারুন আল রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইলিশ উৎসবের আহ্বায়ক রোটাঃ কাজী শাহাদাত, উপদেষ্টা শহীদ পাটোয়ারী, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা এমআর ইসলাম বাবু, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, সাংবাদিক আব্দুল গনি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান প্রমুখ।

চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের এ বছর ৪০ বছর পূর্তি হয়েছে। সেজন্যে এ বছরের ইলিশ উৎসব ব্যাপক আকারে করা হচ্ছে। এতে স্পন্সর ছাড়া উৎসবটি করা হচ্ছে। চতুরঙ্গের ৪০ বছর পূর্তি আর ইলিশ উৎসবের ১৫ বছর দুটি মিলিয়ে আনন্দঘন পরিবেশে উৎসব করার পরিকল্পনা নেয়া হয়েছে। উৎসবে দেশ-বিদেশের খ্যাতিমান অতিথি ও শিল্পীরা উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়