প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনার ভ্যাকসিন সিনোফার্মের আরো ২৭ হাজার ৬শ’ টিকা এসে পৌঁছেছে। গতকাল ১৪ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টায় এ পরিমাণ টিকা ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় পৌঁছে দেয়া হয়। সিভিল সার্জনের পক্ষে টিকাগুলো গ্রহণ করেন ইউএইচএফপিও চাঁদপুর সদর ডাঃ সাজেদা বেগম পলিন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইছা রুহুল্লাহ। এ সময় ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইছা রুহুল্লাহ জানান, সিনোফার্মের ২৭ হাজার ৬শ’ টিকা আমরা পেয়েছি। ১৬ আগস্ট সোমবার সকাল থেকে রেজিস্ট্রেশনকৃতদের প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে এই টিকা দেয়া আবার শুরু হবে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবন ও লেডি প্রতিমা স্কুলের টিকা কেন্দ্রে সিনোফার্মের এই টিকা দেয়া হবে।
তিনি আরো বলেন, টিকা প্রাপ্তিতে চাঁদপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন দেয়া অব্যাহত থাকবে।