মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০

সিনোফার্মের আরো ২৭ হাজার ৬শ’ টিকা এসেছে ॥ দেয়া শুরু হবে সোমবার
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে করোনার ভ্যাকসিন সিনোফার্মের আরো ২৭ হাজার ৬শ’ টিকা এসে পৌঁছেছে। গতকাল ১৪ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টায় এ পরিমাণ টিকা ঢাকা থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় পৌঁছে দেয়া হয়। সিভিল সার্জনের পক্ষে টিকাগুলো গ্রহণ করেন ইউএইচএফপিও চাঁদপুর সদর ডাঃ সাজেদা বেগম পলিন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইছা রুহুল্লাহ। এ সময় ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইছা রুহুল্লাহ জানান, সিনোফার্মের ২৭ হাজার ৬শ’ টিকা আমরা পেয়েছি। ১৬ আগস্ট সোমবার সকাল থেকে রেজিস্ট্রেশনকৃতদের প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে এই টিকা দেয়া আবার শুরু হবে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ভবন ও লেডি প্রতিমা স্কুলের টিকা কেন্দ্রে সিনোফার্মের এই টিকা দেয়া হবে।

তিনি আরো বলেন, টিকা প্রাপ্তিতে চাঁদপুর জেলায় করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন দেয়া অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়