প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এছাড়া দুইজন ডেঙ্গু সন্দেহজনক। তারা আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়া রাকিব (১৮) নামে এক তরুণকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর গতকাল শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা রেফার করা হয়। অপর দুইজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের রক্ত পরীক্ষা করতে দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল।
হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে কচুয়া উপজেলার রঘুনাথপুর বড়ুইগাঁও গ্রামের শফিউল্লার ছেলে রাকিবকে (১৮) গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। তার রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। রাকিব ঢাকা থেকেই আক্রান্ত হয়ে গ্রামে আসে বলে জানা গেছে। তিনি হাসপাতালের ৪র্থ তলায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যান স্বজনরা।
রাকিবের বাবা জানান, প্রায় পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হয় রাকিব। সঙ্গে শরীরে তীব্র ব্যথা। শুক্রবার সন্ধ্যায় তাকে কচুয়া থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম জানান, রাকিব নামে এক তরুণের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এ বছরের এটি প্রথম ডেঙ্গু শনাক্ত।