মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০০:০০

বজ্রপাতের শব্দ আতঙ্কে মায়ের কোলে মারা গেলো শিশু
কামরুজ্জামান টুটুল ॥

বজ্রপাতের শব্দের আতঙ্কে মায়ের কোলেই ঢলে পড়ে মারা গেলো শিশু শায়েরা বিনতে শরীফ (১০)। শনিবার দুপুরে হালকা বৃষ্টির সাথে বজ্রাপাত হলে শিশুটি নিজেদের বাড়ির ছাদে খেলা করা অবস্থায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় সোনাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে হাজীগঞ্জের ৭নং বড়কুল সোনাইমুড়ি গ্রামের মোল্লা বাড়িতে। সে মোল্লা বাড়ির সফিক মোল্লার মেয়ে।

শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে চারদিকে হালকা বৃষ্টি শুরু হলে শিশুটি মাকে বলে, ছাদে যাচ্ছি বৃষ্টিতে ভিজে গোসল করার জন্যে। কিছুক্ষণ পর শিশুটির নিজ বাড়ির ছাদে কিংবা বাড়ির পাশে কোথাও বিকট শব্দে বজ্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে শিশুটি ছাদ থেকে দৌড়ে নিচে এসে মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে ঢলে পড়ে। সাথে সাথে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা আহসান হাবীব জানান, বজ্রপাত হওয়ার পর মেয়েটি নিজেই ছাদ থেকে চিৎকার দিয়ে নিচে নামে। এ থেকে ধারণা করা হচ্ছে সে ভয়ে মারা গেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ জানান, বজ্রপাতে এক শিশু মারা গেছে এমন বিষয় স্থানীয়রা মুঠোফোনে নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়