প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ০০:০০
১২ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর জেলায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬০২ জনের নমুনা পরীক্ষা করে এই সংখ্যক নমুনার পজিটিভ রিপোর্ট আসে। শনাক্তের হার ২৭.২৪ শতাংশ। এছাড়া এদিন করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যুর সংবাদ জানা গেছে। তিনজনের মধ্যে দুইজন সদর হাসপাতালে, আরেকজন নিজ বাড়িতে মারা যান। তিনজনসহ এ পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা হলো ২১২ জন।
এদিকে নতুন শনাক্ত হওয়া ১৬৪ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলো ১২৯৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৩৮০ জন, চিকিৎসাধীন আছেন ৩৩৪২ জন।
নতুন শনাক্ত হওয়া ১৬৪ জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হলো : চাঁদপুর সদর ৮৭, হাইমচর ৩, মতলব দক্ষিণ ১৭, ফরিদগঞ্জ ১১, হাজীগঞ্জ ১৫, কচুয়া ১৯ ও শাহরাস্তিতে ১২ জন।
এছাড়া করোনায় আক্রান্ত যে তিনজন মারা গেছেন তারা হচ্ছেন : হাইমচর উপজেলার গ-ামারা গ্রামের আবু জাফর পাটওয়ারী (৬৫), চাঁদপুর সদর উপজেলার দাসদী কল্যাণপুর গ্রামের দুলাল গাজী (৫৫) ও একই উপজেলার আশিকাটি গ্রামের আসলাম গাজী (৭০)। আসলাম গাজী ১১ আগস্ট সকাল ১১টায় নিজ বাড়িতে মারা যান।
এদিকে গত ২৪ ঘন্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ও উপসর্গে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে তিন জনের করোনা পজিটিভ, অন্যরা ছিলেন করোনা সাসপেক্টেড। ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ১৩ আগস্ট শুক্রবার দুপুর ২টার মধ্যে এঁরা মারা যান।
যারা মারা গেছেন তারা হচ্ছেন : মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামের আবুল হাশেম (৬০), চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোড এলাকার বানেছা (৭১), ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর কুমুড়খালী গ্রামের মমতাজ বেগম (৬০), একই উপজেলার রুস্তমপুর গ্রামের আহম্মদ উল্লাহ (৬২) ও পাইকপাড়া গ্রামের আলী আহম্মদ (৬৫), হাজীগঞ্জ উপজেলার রঘুনাথপুর পিরোজপুর গ্রামের মমতাজ বেগম (৬৫), চাঁদপুর শহরের নতুন বাজার গুয়াখোলা এলাকার বাসন্তী রাণী (৬৫) ও শাহরাস্তির আয়নাতলী নুনিয়া গ্রামের মাকসুদা বেগম (৭০)।
এদের মধ্যে বানেছা, আবুল হাশেম ও ফরিদগঞ্জের মমতাজ বেগম করোনা পজিটিভ ছিলেন।