মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে একই দিনে ৬ সড়ক দুর্ঘটনা : নিহত ১

ফরিদগঞ্জে একই দিনে ৬ সড়ক দুর্ঘটনা : নিহত ১
নূরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জে বাসের নিচে চাপা পড়ে সোহেল মিজি (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা এলাকায় একই স্থানে পৃথক সময়ে ৫টি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত সোহেল মিজি ফরিদগঞ্জ থেকে পণ্য নিয়ে সাইকেলে করে দোকানে ফিরছিলেন। ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়েন সোহেল। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানকার ডাক্তাররা সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ঢাকা নেয়ার পথে অ্যাম্বুলেন্সে সোহেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় বাসে থাকা বেশ ক’জন যাত্রী আহত হয়েছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে জানা গেছে, বুধবার ভোরে বিভিন্ন সময়ে শারীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাঁসা এলাকায় ঢাকা মেট্রো-ট ২২০৬৭৭, ঢাকা মেট্রো-ট ১৬৩০৮৩ এবং মাগুরা-ট ১১০১৪৬সহ ৫টি পণ্য বোঝাই ট্রাক গর্তে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা গমের বস্তা ও গ্যাস সিলিন্ডারগুলো ছিটকে সড়কের পাশে পড়ে যায়। ট্রাকগুলো কুমিল্লা ও চট্টগ্রামের উদ্দেশ্যে খুলনা ও বেনাপোল থেকে ছেড়ে এসেছে বলে জানা গেছে। গাড়ি ও পণ্যের ক্ষয়ক্ষতি হলেও দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ট্রাক চালকেরা জানিয়েছেন, রাস্তাটি ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে চালক ও ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে। গাড়ি ও পণ্যের ক্ষয়ক্ষতির বাইরে প্রতিটি গাড়ি টেনে তুলতে ১০ থেকে ২০ হাজার টাকা গুণতে হচ্ছে। পণ্য লোড-আনলোড করতেও বাড়তি মজুরি গুণতে হচ্ছে। এ সময় আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়