শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০

চর বাগাদী পাম্প হাউজ এলাকায় সিআইপি বেড়িবাঁধের জায়গা হরিলুট
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে চর বাগাদী পাম্প হাউজ এলাকায় সিআইপি বেড়িবাঁধের জায়গা হরিলুট হয়ে যাচ্ছে। দিনের পর দিন এ স্থানে পাউবোর জায়গা দখল হয়ে গেলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।

জানা যায়, পশ্চিম সকদী গ্রামের ডিএনসি বাজারে সিআইপি বেড়িবাঁধের জায়গায় দোকান নির্মাণ করা হচ্ছে। এ দোকান যে জায়গায় নির্মাণ করা হচ্ছে সে জায়গায় প্রায় ৪-৫ বছর পূর্বে পাকা ইমারত তৈরির সময় পাউবোর নির্বাহী প্রকৌশলী থানা পুলিশ পাঠিয়ে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেন। কিন্তু গত দুদিন ঐ স্থানে একটি প্রভাবশালী মহল পুনরায় দোকান উত্তোলন করে যাচ্ছে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক’জন জানান, পুলিশ এসে দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার পর এতো বছর পর তারা কোন্ খুঁটির জোরে দোকান নির্মাণ করে? তাহলে কি পাউবোর অসাধু কর্মচারীদের যোগসাজশে দোকান নির্মাণ কাজ করে?

সরকারি সম্পত্তি রক্ষায় কাউকে এগিয়ে আসতে দেখা না গেলেও সম্পত্তি দখলবাজদের দখলে নেয়ার জন্যে একটা মহল প্রশাসনের অসাধু কর্মচারীদের সহযোগিতা করে থাকে। যার বিনিময়ে তারা পেয়ে থাকে মোটা অংকের উৎকোচ। এ ব্যাপারে প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়