প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০
অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের দৌরাত্ম্য বেড়েই চলেছে
করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন চিকিৎসাধীন থাকে প্রায় পৌনে ২শ’ থেকে ২শ’ রোগী। এদের মধ্যে যেসব রোগী গুরুতর অসুস্থ তাদের অনেককে ঢাকায় রেফার করা হয়। রেফারকৃত রোগীদের অ্যাম্বুলেন্সে করেই ঢাকায় নিতে হয়। সে কারণে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা ওঁৎ পেতে বসে থাকে ৩ হাজার টাকার ভাড়া ৮ থেকে ১০ হাজার নিতে। কোনো কোনো সময় পনের হাজার টাকাও নিয়ে থাকে। যদি রোগীর অবস্থা বেশি খারাপ হয়, তাহলেতো কথাই নাই। ঢাকা যেতে দুটি অক্সিজেন সিলিন্ডার লাগবে, দুটি সিলিন্ডারের মূল্য ৬ হাজার টাকা, অ্যাম্বুলেন্সের ভাড়া ৮ হাজার টাকা দিতে হবে ইত্যাদি অজুহাত তৈরি হয়ে যায়।
|আরো খবর
এসব ড্রাইভারের আবার একাধিক দালাল রয়েছে। তারা রোগীদের স্বজনদের কাছে বলে, আপনাদের করোনা রোগী, যা চায় নিয়া যান, কমই চাইছে, একটু আগে ১৬ হাজার টাকায় করোনা রোগী নিয়া ঢাকা গেছে। এভাবে চাঁদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের দৌরাত্ম্যপনা বেড়েই চলছে। রোগীদের স্বজনদের অনেকেই অভিযোগ করেন, অ্যাম্বুল্যান্সে অক্সিজেন থাকবে -এটাইতো স্বাভাবিক। কিন্তু অক্সিজেনের জন্যে অতিরিক্ত মূল্য কেনো দিতে হবে? এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।