শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০

নিউইয়র্কস্থ রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ও সেবা হোল্ডিংসের অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বড় ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপুর মাধ্যমে চাঁদপুরের করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্যে ৬ লাখ ৮ হাজার টাকা অনুদান প্রদান করেছে নিউইয়র্কস্থ রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ও সেবা হোল্ডিংস লিমিটেড। এর মধ্যে নিউইয়র্কস্থ রূপসী চাঁদপুর ফাউন্ডেশন দিয়েছে ৫ লাখ ৮ হাজার টাকা এবং চাঁদপুর সেবা হোল্ডিংস লিমিটেড দিয়েছে ১ লক্ষ টাকা।

গতকাল ১০ আগস্ট মঙ্গলবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই অনুদানের নগদ অর্থ সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লার কাছে তুলে দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুসহ নেতৃবৃন্দ।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনা ফোকালপার্সন ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেনের এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাঃ জেআর ওয়াদুদ টিপু এ সময় বলেন, চাঁদপুরে করোনা সংক্রমণ রোধে সরকার যথাযথভাবে চেষ্টা করে যাচ্ছে। হাসপাতালে যাতে অক্সিজেনের সংকট না হয় এজন্যে লিকুইড অক্সিজেন প্লান্ট নির্মাণ করা হয়েছে। তাতে ১০০ জন রোগী অক্সিজেন সাপোর্ট পাচ্ছে। আরো ৫০জনকে অক্সিজেন সাপোর্ট দেয়ার কাজ চলছে। করোনা মহামারীতে অসুস্থদের চিকিৎসা সেবার জন্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় হাসপাতালে এখন অক্সিজেনের সংকট নেই।

তিনি আরো বলেন, এই হাসপাতালে অসহায় করোনা রোগীদের চিকিৎসা সেবায়, ওষুধপত্র, দাফন-কাফন অ্যাম্বুলেন্স সহযোগিতাসহ যেখানে যা প্রয়োজন হবে সিভিল সার্জন, চাঁদপুর পৌরসভার মেয়র ও হাসপাতাল কর্তৃপক্ষ মিলে এ অর্থ খরচ করবে।

করোনায় আক্রান্ত গরিব রোগীদের চিকিৎসাসেবায় আর্থিক অনুদান প্রদান করায় তিনি আমেরিকা প্রবাসী চাঁদপুরের কৃতী সন্তানদের সংগঠন নিউইয়র্ক রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এবং সেবা হোল্ডিংস লিমিটেডকে ধন্যবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়