প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০
![কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর মাসিক সভা](/assets/news_photos/2023/04/06/image-31573.jpg)
গত ৫ এপ্রিল বুধবার বিকেলে চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর হলরুমে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রোটাঃ কাজী শাহাদাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় মহল্লা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব জিতু মিয়া বেপারী ও সাব্বির হোসেন দেওয়ান (মন্টু), যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন খান, উত্তর কোড়ালিয়া রোড মহল্লা কমিটির সভাপতি হারুন অর রশিদ পাটোয়ারী, সেক্রেটারী মিজানুর রহমান হালদার, মহিলা কলেজ রোড-হাজী মহসীন রোড মহল্লা কমিটির সেক্রেটারী অ্যাডঃ নিজাম উদ্দিন শাহজাদা, ঘোষপাড়া-আদর্শ মুসলিমপাড়া মহল্লা কমিটির সভাপতি শীতল ঘোষ ও সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, মুন্সেফপাড়া মহল্লা কমিটির সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সেক্রেটারী আব্দুল মোতালেব মিলন, চৌধুরীপাড়া মহল্লা কমিটির সেক্রেটারী মোঃ কামরুল ইসলাম, গুয়াখোলা মহল্লা কমিটির সেক্রেটারী কাজী মোঃ শাহজালাল টিংকু, অঞ্চল-৫-এর কার্যনির্বাহী কমিটির সদস্য নূরজাহান সেতু, কাজী মিজানুর রহমান, শাহ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫-এর কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর সকল টহল সদস্যের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী ক্রয়ে নগদ অর্থ বিতরণ করেন আলহাজ্ব জিতু মিয়া বেপারী। এছাড়াও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে টহল সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মাহমুদা খানম, সাবেক সভাপতি তাছলিমা মুন্নী, প্রেসিডেন্ট ইলেক্ট মিতু আক্তার, সেক্রেটারী ইলেক্ট মোসাঃ আফরোজা পারভীন, সদস্য রুবিনা মরিয়ম উপস্থিত ছিলেন।
সভায় কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫-এর সভাপতি রোটাঃ কাজী শাহাদাতের জন্মদিন উপলক্ষে চৌধুরীপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম তাঁকে ক্রেস্ট এবং উপহার প্রদান করেন। সবশেষে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে কেক কেটে রোটাঃ কাজী শাহাদাতের জন্মদিন উদযাপন করা হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।