বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০০:০০

যে কোনো মানবিক কাজে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকে
স্টাফ রিপোর্টার ॥

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানির উদ্যোগে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ৫ এপ্রিল বুধবার বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস একসাথে জড়িত। ছাত্রলীগ আমাদের ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। আমরা তাদেরকে মাঠে নেমে কৃষকের জমির ধান কেটে দিতে দেখেছি। করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে আমাদের এই ছাত্রলীগ। তারা মানুষের সেবার ব্রত নিয়ে এগিয়ে যাবে। আমরা যতো বেশি ভালো কাজে যুক্ত রাখবো কোনো সামাজিক ব্যাধি আমাদেরকে ধরতে পারবে না।

মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার মাধ্যমে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যাকে আবারো এ দেশের প্রধানমন্ত্রী নিশ্চিত করবো। দেশের মানুষের উন্নতি অগ্রগতি অব্যাহত থাকবে। যেন তারা শান্তিতে সমৃদ্ধিতে জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থা আমরা করবো।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান প্রমুখ।

এছাড়া চাঁদপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত সানী ও তার বন্ধু মহলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ১৭০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়