প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০
![কচুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে গেছে](/assets/news_photos/2023/04/04/image-31478.jpg)
কচুয়ায় এক অগ্নিকাণ্ডে ২টি বসতঘর ও ২টি গোয়ালঘর পুড়ে গেছে। রোববার রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের নিরীহ কৃষক ইউসুফ ফরাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিভাতে গিয়ে গৃহকর্তা ইউসুফ ফরাজীসহ অন্যরা গুরুতর আহত হন। এতে গবাদি পশু, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত ইউসুফ ফরাজী জানান, আগুনে পুড়ে তার সব শেষ হয়ে গেছে। বর্তমানে অগ্নিকাণ্ডে সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, রোববার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় একালাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্ট্যাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘর ও গোয়ালঘর পুড়ে যায়।
খবর পেয়ে সোমবার ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। সূত্র : পদ্মা টাইমস২৪