প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩, ০০:০০
![চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক দোয়া ও ইফতার](/assets/news_photos/2023/04/04/image-31475.jpg)
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (অতিরিক্ত জেলা দায়রা জজ-২) মোঃ সাহেদুল করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার ও চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সভাপতি এএইচএম আহসানউল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর বিভাগের বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের কর্মর্কতা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি /সাধারণ সম্পাদক, স্থানীয় বিভিন্ন পত্রিকার প্রধান সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, গণমাধ্যমর্কমী সহ আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এবং অতিথি ও মুসল্লিগণ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার।